স্থাননির্বাচন ও পুকুর তৈরি
- নতুন পুকুর কাটার জন্য কেমন স্থান নির্বাচন করা উচিত ?
লোকাশয় থেকে সামান্য দুরে কিন্তু শহর,বাজার ও রাস্তার সঙ্গে যোগাযোগের সুযোগ ভালো থাকতে হবে।
- কোন পতিত জলাশয়কে কি মাছ চাষের খামার তৈরি করা যেতে পারে ?
হ্যাঁ,যে কোনও পতিত জলাশয়কে পরিষ্কার করে চাষযোগ্য পুকুরে পরিনত করা জেতে পারে।
- পুকুরের মাটি কেমন হয়া উচিত ?
পুকুরের মাতি যদি কালো পলিমাতি,এঁটেলমাটি ও দোঁয়াশমাটি হয় তাহলে সেতি মাছ চাষের জন্য আদর্শ।