- মাছ চাষের কি কি ধরনের পুকুর থাকে ? তাদের গঠন প্রণালী কি ?
বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করতে গেলে প্রধানত ৩ ধরনের পুকুর ব্যবহৄত হয়-আঁতুড়,পালন,মজুত পুকুর।
- বিভিন্ন ধরনের পুকুরে কি করনীয় ?
- আঁতুড় পুকুর- সদ্য নিষিক্ত ডিমপোনাকে উৎকৃষ্টমানের ধানীপোনা তৈরি করতে যে বিশেষ পুকুরে লালন করা হয় তাকে আঁতুড় পুকুর বলে।
- পালন পুকুর- ধানিপোনাকে যে পুকুরে রেখে চারাপোনায় পরিনত করা হয় তাকে পালন পুকুর বলে
- মজুত পুকুর- চারাপোনা থেকে খাদ্য উপযোগী মাছ উতপাদন হয় যে পুকুরে তাকে মজুতপুকুর বলে।